ছবি- (এএনআই)
সোমবার বোর্ডের সদর দফতরে গিয়ে প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সব ঠিকঠাক থাকলে আগামী ২৩ তারিখ মুম্বইয়ে বোর্ডের সভায় আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। তাঁর সঙ্গে আজ বোর্ডের অফিসে যান প্রাক্তন প্রেসিডেন্ট শ্রীনিবাসন, রাজীব শুক্লা ছাড়াও পরবর্তী সচিব জয় শাহ-সহ অনান্যরা।
এদিন মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন প্রাক্তন ভারত অধিনায়ক। সেখানে তিনি বলেন, ভারতীয় ক্রিকেটের জন্য কিছু করতে পারব, এমন পজিশনের কথা ভেবে ভালো লাগছে। আশা করছি আগামী কয়েক মাসে ভারতীয় ক্রিকেটের স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে পারব। তাঁর লক্ষ্য যে প্রথম শ্রেণির ক্রিকেটের উন্নতিই হতে চলেছে, তা ফের একবার জানিয়ে দেন প্রাক্তন ভারত অধিনায়ক।
তিনি আরও জানান, এই পদের জন্য আমি কোনও দিনও কোনও উচ্চাকাঙ্খা দেখাইনি। কারোর সঙ্গে কোনও কথাও বলিনি। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ আমি এই বিষয়ে জানতে পারি। আমাকে জানানো হয়, আমি BCCI-এর পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছি।
প্রসঙ্গত, BCCI প্রেসিডেন্ট হিসেবে সৌরভের মনোনয়নের খবর প্রকাশ্যে আসতেই, তাঁকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে ‘মহারাজ’ জানান, মমতাদিকে অনেক অনেক ধন্যবাদ। প্রশ্ন ওঠে শনিবার বিজেপি সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সৌরভের বৈঠকও। তবে এক্ষেত্রেও স্ট্রেট-ব্যাটেই খেলেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার। সৌরভ বলেন, আমার এখনই কোনও রাজনৈতিক লক্ষ্য নেই। এক সময়ে একটাই কাজ করব।
উল্লেখ্য, লোধা কমিটির নিয়ম অনুসারে বোর্ড সভাপতি হিসেবে অবশ্য একবছরও পাচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। কুলিং অফ পিরিয়ড অনুযায়ী জুলাইয়ের পর সরে যেতে হবে তাঁকে।
Be the first to comment