ফ্রান্স-ক্রোয়েশিয়া ফাইনাল দেখতে লন্ডন থেকে সোজা পৌঁছে গিয়েছিলেন মস্কোয় ৷ খেলোয়াড় জীবনে সুযোগ পেলে প্রায়ই ফুটবল নিয়ে মাঠে নেমে পড়তেন ৷ ছোটবেলায় ক্রিকেটের পাশাপাশি চুটিয়ে খেলেছেন ফুটবলও ৷ আইএসএলে এটিকে দলের সঙ্গেও যুক্ত তিনি ৷ ফুটবল থেকে কখনই দূরে থাকতে পারেন না তিনি ৷ তাই যতো কাজই থাকুক না কেন, বিশ্বকাপ ফাইনাল মাঠে বসেই দেখতে চেয়েছিলেন সৌরভ ৷ লর্ডসে দ্বিতীয় একদিনের ম্যাচের ধারাবিবরণী দিয়ে লন্ডন থেকে সোজা মস্কোর বিমান ধরলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ৷ মস্কোয় পৌঁছেই তাঁর ট্যুইট, ‘‘ বিশ্বকাপ ফাইনাল দেখতে মস্কোয় এসেছি…. কী অসাধারণ পরিবেশ ৷’’
উল্লেখ্য ভারত-ইংল্যান্ড সিরিজে ধারাভাষ্যের কাজে এখন ব্যস্ত সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তবে শত ব্যস্ততার মাঝেও সময় বের করে পৌঁছে গিয়েছিলেন বিশ্ব ফুটবলের মহারণ দেখতে।
Be the first to comment