ভোটের দিন বেলা গড়াতেই উত্তপ্ত আসানসোল। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ওঠে। এ দিন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সোনমনি এফ পি বিদ্যালয়ে চত্ত্বরে সাময়িক উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান তৃণমূল প্রার্থী টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ। এরপরেই পুলিশ আধিকারিকের সঙ্গে বচসায় জড়িয়ে সায়নী। পালটা তৃণমূলের বিরুদ্ধে বুথ ক্যাপচারের চেষ্টার অভিযোগ ওঠে।
সোমবার রাজ্যের সপ্তম দফা নির্বাচনে রাজ্যের শাসক শিবিরের তারকাপ্রার্থী সায়নীর ভাগ্যগণনার লড়াই।ফলে এ দিন সকাল থেকেই নিজের কেন্দ্রের বুথে বুথে ঘুরছিলেন সায়নী। প্রচারের দিনগুলির মতোই এদিন তিনি বুথে বুথে নজরদারি চালান। সঙ্গে ছিলেন তৃণমূলের অন্য নেতানেত্রীরাও। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সোনমনি এফ পি বিদ্যালয়ে সাময়িকভাবে উত্তেজনা ছড়ায়। খবর পেতেই সেখানে পৌঁছন তৃনমূল প্রার্থী সায়নী ঘোষ।
সায়নীর দাবি, তিনি সেখানে পৌঁছাতেই দলের নেতা-কর্মীরা অভিযোগ জানান পুলিশ তাঁদের ওপর অযথা লাঠিচার্জ করছে। জানা গিয়েছে, কথাবার্তার মধ্যেই সেখানে পৌঁছন লাঠিচার্জ করেছেন এমন এক পুলিশ আধিকারিক। এরপরেই ওই পুলিশ আধিকারিকের সঙ্গে তর্ক-বিতর্ক হয় সায়নীর।
এরই মধ্য পুলিশি লাঠিচার্জে উত্তপ্ত আসানসোল, সায়নী ঘোষকে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারির অভিযোগ অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর এন মণ্ডলের বিরুদ্ধে।
জানা গিয়েছে, ওই পুলিশ আধিকারিক প্রার্থী সায়নী ঘোষের কাছে অভিযোগ করেন তৃণমূলের তিন চার জায়গায় জমায়েত করে বুথ ক্যাপচার করার চেষ্টা করছিল। যদিও ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেন সায়নী। পালটা তাঁর অভিযোগ, পাশেই বিজেপির ক্যাম্প থাকলেও বে আইনীভাবে পুলিশ শুধুমাত্র তৃণমূলের ক্যাম্পেই লাঠিচার্জ করেছে।
Be the first to comment