রাজ্যে ক্ষমতায় এলে উত্তরপ্রদেশ মডেলে এনকাউন্টার হবে। এমনই হুঁশিয়ারি রাজ্য বিজেপি নেতাদের। ভোট মেটার পর থেকেই একের পর এক রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত রাজ্য। মৃত্যুর সংখ্যা লাফিয়ে বেড়েছে। উলেখ্য, ক্ষমতায় এসেই দুষ্কৃতীরাজ নিয়ন্ত্রণে উত্তরপ্রদেশ পুলিশকে এনকাউন্টারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরে রাজনৈতিক প্রতিপক্ষকে খতম করতেও এনকাউন্টারের অভিযোগ। একের পর এক এনকাউন্টারে অস্বস্তি বাড়ছে যোগী সরকারের। একাধিক মামলা ঝুলছে সুপ্রিম কোর্টেও।
এবার সেই উত্তরপ্রদেশ মডেল রাজ্যেও প্রয়োগের হুমকি বিজেপি নেতাদের। বাঁকুড়ায় রাজু বন্দ্যোপাধ্যায় আর বসিরহাটে সায়ন্তন বসুর কথায় সেই হুমকিই এদিন ধরা পড়লো। এদিন বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, হয় গ্রেফতার, নয় এনকাউন্টার ৷ উত্তরপ্রদেশ মডেল হবে এরাজ্যেও ৷ অপরাধীদের আর সুযোগ নয় ৷
বিজেপি নেতাদের এনকাউন্টার হুমকির বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। বাম-কংগ্রেস নেতারা আবার কাঠগড়ায় তুলছেন তৃণমূল ও বিজেপি, দুই পক্ষকেই। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, এনকাউন্টারের রাজনীতি সমর্থন করি না ৷ তৃণমূলের পথেই চলার চেষ্টা বিজেপির ৷ সেই একইসুরে কংগ্রেস নেতা মান্নানের বক্তব্য, এনকাউন্টারের রাজনীতি কাম্য নয় ৷
Be the first to comment