সংবাদমাধ্যমে দলবিরোধী মন্তব্যের জের। দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে শোকজ করল বিজেপি। জিতেন্দ্র তিওয়ারির যোগদান নিয়ে সায়ন্তন বসু কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ।
বিজেপিতে জিতেন্দ্র তিওয়ারির যোগদান জল্পনার মধ্যে সায়ন্তন বসু একটি মন্তব্য করেছিলেন । বলেছিলেন, যেসব তৃণমূল নেতা-কর্মী আগে অত্যাচার করেছেন, তাঁদের বিজেপিতে নেওয়া হবে না ।
অন্যদিকে বিজেপি সূত্রে খবর, অমিত শাহ রাজ্য সফরে এসে রাজ্য নেতৃত্বেকে কড়া বার্তা দিয়েছেন । তৃণমূলের বিধায়ক ও সাংসদদের বিজেপিতে যোগদানের বিষয়ে দলবিরোধী কোনও মন্তব্য দল সমর্থন করে না বলে জানিয়ে দিয়েছেন । এরপরই দলবিরোধী মন্তব্যের জন্য সায়ন্তন বসুকে শোকজ় করা হয়েছে বলে খবর । তাঁকে শো-কজ করার মাধ্যমে সব স্তরের নেতাকে কড়া বার্তা দেওয়া হল বলে মনে করা হচ্ছে ।
সায়ন্তন বসুকে পাঠানো চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, ১৮ ডিসেম্বর সায়ন্তন বসু দলবিরোধী মন্তব্য করেছেন । দল তাঁর এই বক্তব্য কোনওভাবেই সমর্থন করে না । এটা সায়ন্তন বসুর ব্যক্তিগত মত । আগামীদিনে এই ধরনের মন্তব্যের জন্য দল বহিষ্কারও করতে পারে । এছাড়া সায়ন্তন বসুকে সাতদিনের মধ্যে এই শোকজের জবাব চাওয়া হয়েছে । শুধু সায়ন্তন বসু নয়, নাগরাকাটার মণ্ডল সভাপতি সন্তোষ হাতি, আলিপুরদুয়ারের জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মাকেও শোকজ নোটিস পাঠানো হয়েছে ।
এই বিষয়ে সায়ন্তন বসু বলেন, দল আমাকে যে চিঠি দিয়েছে, সেটা আমি হাতে পেয়েছি। দলকে আমি সাতদিনের মধ্যে জবাব দেব।
Be the first to comment