রাজ্য বিজেপির সদর দফতরে সাধারন সম্পাদক সায়ন্তন বসু সাংবাদিকদের মুখোমুখি হন। নন্দীগ্রামে ১০ নভেম্বর শুভেন্দু অধিকারী ও ফিরহাদ হাকিমের দুটি পৃথক সভা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে সায়ন্তন বলেন এটা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয়। মান সম্মান নিয়ে কেউ এই দলে থাকতে পারেন না, হয় কালীঘাট প্রাইভেট লিমিটেডের ছত্রছায়ায় নয়তো বিহারের কনসালটেন্টের কথায় তৃণমূল কংগ্রেস চলে। মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠির প্রসঙ্গে সায়ন্তন বলেন, এটা রাজ্যের ব্যাপার। টাস্ক ফোর্স কী করছে তাহলে? কৃষক দাম পাচ্ছে না কারন ফড়ে বা দালাল হিসাবে তৃণমূল কংগ্রেসের ঘরে টাকা যাচ্ছে।
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের উত্তরে সায়ন্তন বলেন বাংলায় হিটলারি শাসন চলছে। বাংলা বনধ ডাকারও ইঙ্গিত দেন সায়ন্তন। গরু পাচার ও ক্যলা কেলেঙ্কারি প্রসঙ্গে প্রশ্নের উত্ত্রে সায়ন্তন বলেন দুর্নীতি অপকর্ম হবে আর তৃণমূল থাকবেনা তা হয় না।
Be the first to comment