অনাদায়ি ঋণ সমস্যায় অনেকদিন ধরেই ভুগছে দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক ৷ এর জন্য অনুৎপাদক সম্পদ বিক্রির পথে আগেও হেঁটেছে অনেক ব্যাঙ্কই ৷ সেই তালিকায় রয়েছে স্টেট ব্যাঙ্কও ৷ চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে স্টেট ব্যাঙ্কের মোট অনুৎপাদক সম্পদের অনুপাত দাঁড়িয়েছে মোট ঋণের ১০.৬৯ শতাংশে। টাকার অঙ্কে যা ২,১২,৮৪০ কোটি টাকা। গত বছর একই সময়ে তা ছিল ৯.৯৭%। এর জন্য প্রথম ত্রৈমাসিকে ৪,৮৭৬ কোটি ক্ষতিও হয়েছে এসবিআইয়ের।
এবার অনুৎপাদক সম্পদ বিক্রি করার রাস্তায় হাঁটল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ৷ ব্যাঙ্ক সূ্ত্রে খবর, মোট ১১টি অ্যাকাউন্টের অনুৎপাদক সম্পদ (NPA) বিক্রি করবে এসবিআই ৷ যার অঙ্ক খুব একটা কম নয় ৷ ১০৯১ কোটি টাকা ৷
বকেয়া অনাদায়ি ঋণ উদ্ধারের লক্ষ্যেই এবার অনুৎপাদক সম্পদ বিক্রি করার রাস্তায় হাঁটল SBI ৷ ১০৯১ কোটি টাকার মধ্যে সবচেয়ে বেশি বকেয়া রয়েছে জানকী কর্পের ৫৯২.৫৩ কোটি টাকা ৷ আগামী ২২ নভেম্বর বৈদ্যুতিন নিলাম করা হবে বলে এসবিআই-এর তরফে জানানো হয়েছে ৷ ঋণ পুনর্গঠন সংস্থা (ARC), ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান (NBFC), ব্যাঙ্ক এবং আর্থিক সংস্থাগুলির কাছ থেকে আগ্রহপত্র চেয়েছে এসবিআই।
Be the first to comment