গৃহঋণে সুদের হার কমালো SBI, কমলো স্থায়ী আমানতেও

Spread the love

প্রান্তিক ব্যয় ভিত্তিক ঋণের হার (MCLR) কমানোর সিদ্ধান্ত নিলো দেশের বৃহত্তম ব্যাঙ্ক SBI। ৮.২৫ থেকে কমিয়ে এই ঋণের হার ৮.১৫ শতাংশ করার কথা সোমবার জানালো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট ১.১ শতাংশ কমানোর পরেই এই সিদ্ধান্ত নিলো SBI। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে, ১০ সেপ্টেম্বর থেকেই নতুন এই সুদের হার কার্যকরী করা হবে। এর ফলে কম সুদে গৃহঋণের আবেদন করতে পারবেন ব্যাঙ্কের গ্রাহকরা।

প্রসঙ্গত গত মাসেই MCLR কমিয়ে ৮.২৫ শতাংশ করেছিলো ব্যাংকটি। চলতি আর্থিক বছরে এই নিয়ে পঞ্চমবার MCLR কমালো SBI। এই মূল সুদের হারটির উপরেই নির্ভর করে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদী তহবিলে ঋণ দেওয়া হয়ে থাকে। MCLR কমানোর পাশপাশি স্থায়ী আমানতে সুদের হার কমালো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ০.২৫ শতাংশ কমানো হবে বলে জানিয়েছে SBI। ব্যাংকের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, SBI রিটার্ন টার্ম ডিপোজিটের ক্ষেত্রে প্রযোজ্য সুদের হারকে ২০-২৫ বেসিস পয়েন্ট এবং বাল্ক টার্ম ডিপোজিটে ১০-২০ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

দেশে অর্থনৈতিক বৃদ্ধির হার গত ছয় বছরে সব থেকে কম। এর জেরে সরকার এবং RBI দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দিয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক বারবার বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে উপভোক্তাদের সুদের হার হ্রাসের সুবিধার্থে পদক্ষেপ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*