প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে কমল সুদের হার। ফের ফিক্সড ডিপোজিটে সুদ কমাল দেশের অন্যতম বৃহত এই রাষ্ট্রায়ত্ব ব্যাংক। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে একটু হলেও বেশি সুদ দেয় ব্যাংক। তাতেও কোপ পড়েছে। এক ধাক্কায় অনেকটাই কমেছে সুদের হার। গত এক মাসের মধ্যে দ্বিতীয়বার ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার কমাল দেশের বৃহত্তম এই ব্যাংক। এর ফলে সমস্যা বাড়বে চাকুরীজীবী ও অবসর নেওয়া কর্মীদের। সংশোধিত সুদের হার ১০ মার্চ থেকে লাগু হয়েছে।
সুদের হার অনুযায়ী ৭ দিন থেকে ৪৫ দিন পর্যন্ত স্থায়ী আমানতে সুদের হার হবে ৪ শতাংশ। যেটা এতদিন ছিল ৪.৫ শতাংশ। এক বছর থেকে পাঁচ বছরের কম সময় পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬ শতাংশ থেকে কমে হল ৫.৯ শতাংশ।
একই ভাবে কমেছে পাঁচ বছর থেকে দশ বছর মেয়াদের সুদের হারও। ছিল ৬ শতাংশ। হয়ে গেল ৫.৯ শতাংশ। দেশের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ব ব্যাংকের তরফে জানানো হয়েছে যে, প্রবীণ নাগরিকরা অবশ্য সাধারণের তুলনায় ৫০ বেসিস পয়েন্ট বেশি হারে সুদ পাবেন। ২ কোটি টাকার কম বিনিয়োগে এই সুবিধা মিলবে।
Be the first to comment