SBI গ্রাহকদের জন‍্য ATM থেকে টাকা তোলায় এবার সুখবর

Spread the love

SBI গ্রাহকদের জন্য সুখবর! করোনা-লকডাউন পরিস্থিতিতে এবার ATM পরিষেবা বাবদ চার্জ মকুবের সিদ্ধান্ত নিয়েছে দেশের বৃহত্তম ব্যাংক। ৩০ জুন পর্যন্ত SBI ও অন্য ব্যাংকের ATM নিখরচায় ব্যবহার করতে পারবেন ভারতীয় স্টেট ব্যাংকের গ্রাহকরা।

বর্তমানে সেভিংস অ্যাকাউন্ট প্রতি মোট ৮টি বিনামূল্যের ATM লেনদেনের সুযোগ দেয় SBI। এরমধ্যে ভারতীয় স্টেট ব্যাংকের ATM থেকে ৫টি এবং অন্য ব্যাংকের ATM থেকে ৩টি চার্জহীন লেনদেন (টাকা তোলা ইত্যাদি) করা যায়।

তবে গতমাসে সাংবাদিক বৈঠকে তিনমাস ATM পরিষেবা বাবদ চার্জ না কাটতে ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এপ্রিলের শুরুতে এবার একই মর্মে বিজ্ঞপ্তি জারি করল SBI। জানিয়ে দিল ৩০ জুন পর্যন্ত ATM লেনদেনে কোনও চার্জ দিতে হবে না গ্রাহককে।
প্রসঙ্গত, সাধারণত ৮টি-র বেশি ATM লেনদেনের পর ₹২০ চার্জ কেটে থাকে ভারতীয় স্টেট ব্যাংক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*