এটিএম থেকে ক্যাশ তোলার নিয়মে কিছু পরিবর্তন আনতে চলেছে এসবিআই; জেনে নিন বিস্তারিত!

Spread the love
এটিএম থেকে ক্যাশ তোলার নিয়মে আগামী ৩১ অক্টোবর কিছু পরিবর্তন আনছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রতিদিন এটিএম থেকে সবচেয়ে বেশি কত টাকা তোলা যাবে, তা নিয়ে প্রতিটি ব্যাঙ্কের আলাদা নিয়ম রয়েছে। গ্রাহক কী ধরনের ডেবিট কার্ড ও কী ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করছেন, তার উপরে টাকা তোলার পরিমাণ নির্ভর করে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যে কিছু কার্ডে টাকা তোলার পরিমাণ ৪০ হাজার থেকে কমিয়ে ২০ হাজার টাকা করেছে। এসবিআই-এর ক্লাসিক ডেবিট কার্ড ব্যবহারকারী দিনে ৪০ হাজার টাকা তুলতে পারেন। এসবিআই গ্লোবাল ইন্টারন্যাশন্যাল ডেবিট কার্ডে ৫০ হাজার টাকা ও প্লাটিনাম ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডে গ্রাহক তুলতে পারেন এক লক্ষ টাকাও তুলতে পারেন।
এইচডিএফসি ব্যাঙ্কের যাঁরা প্লাটিনাম চিপ ডেবিট কার্ড ব্যবহারকারীদের এক লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারেন।
এইচএফডিসি টাইটানিয়াম রয়াল ডেবিট কার্ডের গ্রাহক তুলতে পারেন দিনে ৭৫ হাজার টাকা।
এইচএফডিসি ইজ়িশপ ডেবিট কার্ডে তোলা যাবে ২৫ হাজার টাকা।
অ্যাক্সিস ব্যাঙ্কের রয়েছে একাধিক ধরনের ডেবিট কার্ড। বার্গান্ডি ডেবিট কার্ড ব্যবহারকারী দিনে তিন লক্ষ টাকা তুলতে পারেন। এ ছাড়া, টাইটানিয়াম প্রাইম ও প্লাস ডেবিট কার্ড যাঁদের, তাঁরা দিনে ৫০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারেন।
আইসিআইসিআই ব্যাঙ্কের যে কোনও এটিএম থেকে ৫০ হাজার টাকা তোলা যাবে। আইসিআইসিআই ব্যাঙ্ক প্রিভিলেজ ব্যাঙ্কিং টাইটানিয়াম ডেবিট কার্ডে তোলা যাবে এক লক্ষ টাকা। স্মার্ট শপার গোল্ড ডেবিট কার্ডে তোলা যাবে ৭৫ হাজার টাকা।
পাঞ্জাব ন্যাশন্যাল ব্যাঙ্কের দুটি কার্ডের মধ্যে প্লাটিনাম ৫০ হাজার টাকা এবং পিএনবি ক্লাসিক কার্ডে ২৫ হাজার টাকা তোলা যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*