এবছরের জানুয়ারি থেকে মার্চ এই তিনমাসে দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেটব্যাঙ্ক লোকসান করেছে ৭৭১৮ কোটি টাকা। গতবছর এই সময়ে স্টেটব্যাঙ্ক ২৮১৫ কোটি টাকা লাভ করেছিল। গোড়ায় মনে করা হচ্ছিল, লোকসানের পরিমাণ আরো কম হবে। থাকবে ১২৮৫ কোটির কাছাকাছি। লোকসানের কারণ তামাদি হয়ে যাওয়া ঋণের বহর। মোট ঋণের ১০.৯১ শতাংশই আর ফেরত আসবে না। গতবছর তা ছিল ১০.৩১ শতাংশ, তার আগের বছর ৬.৯০ শতাংশ। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত স্টেটব্যাঙ্কের মোট আয় ছিল ৬৮ হাজার ৪৩৬ কোটি টাকা। গতবছরের একই সময়ের তুলনায় তা বেশি।
Be the first to comment