মুক্তির প্রথম দিন থেকেই বিতর্কে নেটফ্লিক্সের ওয়েবসিরিজ ‘সেক্রেড গেমস’। অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি সহ পরিচালক ও প্রযোকের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে মামলা দায়ের হয়েছে ইতিমধ্যেই। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে অসম্মান করার অভিযোগ তুলেছে কংগ্রেস। এতদিন পরে মুখ খুললেন রাহুল গান্ধি। তিনি বলেন, ভারতের জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির অবদান কখনই ভোলার নয়। একটি ওয়েব সিরিজের চরিত্রকে দিয়ে বিচার করা সম্ভবও নয়। কাল্পনিক চরিত্র সত্যকে পাল্টাতে পারবে না৷ রাজীব গান্ধি ভারতের জন্য জীবন অতিবাহিত করেছেন। ভারতের জন্যই প্রাণ দিয়েছেন৷ উল্লেখ্য, দিন কয়েক আগেই ওয়েব সিরিজের কয়েকটি বিতর্কিত অংশ তুলে ধরে টুইট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য৷ ফলে আরও চড়েছিল বিতর্কের পারদ৷ টুইট বার্তায় রাহুল আরও বলেন, পুলিশ ও বল প্রয়োগ করে বাক স্বাধীনতায় হস্তক্ষেপেই বিশ্বাসী গেরুয়া শিবির৷ কিন্তু কংগ্রেস মানবাধিকারে বিশ্বাস করে৷
Be the first to comment