৫ কোটি সংখ্যালঘু শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধার্থে টাকা দেবে মোদী সরকার

Spread the love

ঈদ উপলক্ষ্যে মুসলিম যুবক সম্প্রদায়ের জন্য বড়সড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রীয় মন্ত্রী মক্তার আব্বাস নকভি মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে জানিয়েছেন আগামী ৫ বছরে ৫ কোটি শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী ছাত্রবৃত্তি দেওয়ার জন্য মনস্থির করেছে কেন্দ্র ৷

৫ কোটির অর্ধেক অর্থাৎ আড়াই কোটি ছাত্ররা সরাসরি উপকৃত হবে ৷ অত্যন্ত সহজ ও সরল প্রক্রিয়াতেই এই সুবিধা পাওয়া যাবে বলেই জানানো হয়েছে ৷ মন্ত্রী মুক্তার আব্বাস নকভি জানিয়েছেন উন্নয়নের কর্মযজ্ঞ আগামী ৫ বছর দুর্বার গতিতে ছুটবে ৷ প্রত্যেকের জীবন যাতে সুখের ও সমৃদ্ধির হয় সেই দিকেই লক্ষ্য দেওয়া সবার আগে ৷ একটি কথার প্রেক্ষিতে নকভি জানিয়েছেন তিন-ই অর্থাৎ এডুকেশন, এমপ্লয়মেন্ট ও এম্পাওয়ারমেন্টই তাঁদের লক্ষ্য ৷ মুসলিম মেয়েদের শিক্ষার জন্য পড়ে বাড়ে অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে ৷

তিনি জানিয়েছেন আগামী ৫ বছরে ২৫ লক্ষ টাকা রোজগারের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৷ যাতে শিখ অউর কামাও অর্থাৎ শিখন পদ্ধতি আরও মজবুত করা ৷ নই মঞ্জিল, গরীব নওয়াজ কৌশল বিকাশ ও ওস্তাদ ইত্যাদি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*