লাফদড়ি খেলার জন্য নতুন ক্লাস, নির্দেশ শিক্ষা দপ্তরের

Spread the love

স্কুলে শিক্ষার পরিবেশকে স্বাভাবিক করে রাখার জন্য ও ছোটদের স্কুলমুখী করতে প্রাথমিকে ফিরছে চু-কিত-কিত, লাফদড়ির মতো স্থানীয় কিছু খেলা ৷ প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য নতুন এই ক্লাস চালু করতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর ৷ ইতিমধ্যেই এই বিষয়ে জারি করা হয়েছে নির্দেশিকা ৷ নির্দেশ পৌঁছেছে রাজ্যের প্রতিটি জেলার প্রাথমিক শিক্ষা চেয়ারম্যানদের কাছেও ৷ শুধু প্রাথমিক স্কুল নয়, শিশু শিক্ষা কেন্দ্র (SSK) ও মাদ্রাসার পড়ুয়াদের এই খেলা শেখানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে প্রতিটি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানদের কাছে পাঠানো এই নির্দেশিকায় বলা হয়েছে, ২০২০ সাল থেকে প্রাথমিক স্কুলগুলির প্রতিদিনের ক্লাস রুটিনের সঙ্গে ফোক গেমস অন্তর্ভুক্ত করতে হবে। প্রাথমিক স্কুলের মধ্যে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ধরা হয়েছে। প্রতিটি স্কুলে মিড ডে মিল বা রিসেসের আগের একটি পিরিয়ডে এই ধরনের খেলার জন্য ব্যবস্থা করতে। এই ধরনের খেলা ফিরিয়ে আনার উদ্দেশ্য হিসেবে জানানো হয়েছে, এই ধরনের খেলার ব্যবস্থা সঠিকভাবে করলে প্রানবন্ত শিক্ষার পরিবেশে আনন্দ করে শেখার বিষয়টি এগিয়ে নিয়ে যাবে ৷ যা সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করবে পুঁথিগত শিক্ষা ও তার বাইরের শিক্ষার মাধ্যমে।

কীভাবে খেলানো হবে? নির্দেশিকা অনুযায়ী, এই ধরনের খেলা খুব পরিচিত ও ওই এলাকায় ঐতিহ্য বহন করবে । যেমন, হায়েন ডানরি, টিপ্পা, লাফদড়ি, গালি বা দাড়িয়ান বান্ধা, চু-কিত-কিত । একজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হবে । তাঁর সুপারভিশনে স্কুল চত্বরেই এই খেলা হবে । এর জন্য স্কুলের ও ক্লাসের রুটিনে পরিবর্তন আনতে হবে । সার্বিক সুপারভিশন, উপযোগী স্কুল বা শিক্ষার পরিবেশ বজায় করার দায়িত্ব থাকবে প্রধান শিক্ষকের উপর । প্রত্যেক জেলায় প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে বলা হয়েছে তাঁর জেলার প্রাথমিক স্কুল, শিশু শিক্ষা কেন্দ্র ও মাদ্রাসার প্রধানদের নির্দেশ দিতে, যাতে তাঁরা এই নির্দেশকে মান্যতা দেন এবং উপযুক্ত ব্যবস্থা নেন। এই নির্দেশটি ২০২০ সালের জানুয়ারি থেকেই যাতে আক্ষরিক অর্থে ও কাজে পালিত হয় তা দেখতেও বলা হয়েছে নির্দেশিকায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*