স্কুলবইতে আর থাকবে না ‘ইন্ডিয়া’

Spread the love

‘ইন্ডিয়া’ নয়, এবার থেকে ‘ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং’ বা ‘এনসিইআরটি’ অনুমোদিত পাঠ্যপুস্তকে লেখা থাকবে ‘ভারত’। বুধবার (২৫ অক্টোবর), ‘ইন্ডিয়া’ নামটি প্রতিস্থাপনের বিষয়ে সামাজিক বিজ্ঞান বিষয়ক এক উচ্চ-স্তরের কমিটির সুপারিশ অনুমোদন করল এনসিইআরটি। এর পাশাপাশি সুপারিশ মেনে পাঠ্যসূচিতে ‘প্রাচীন ইতিহাসে’র পরিবর্তে ‘ক্ল্যাসিক্য়াল হিস্ট্রি’ বা ‘চিরায়ত ইতিহাস’। স্কুল পাঠ্যক্রম সংশোধনের জন্য একটি উচ্চ-স্তরের কমিটি গঠন করেছিল এনসিইআরটি। কমিটির চেয়ারম্যান ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক সিআই আইজ্যাক।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এনসিআরটি কমিটি পাঠ্যক্রমে ‘হিন্দু পরাজয়ের’ ঘটনা কমানোরও পরামর্শও দিয়েছে। সিআই আইজ্যাক জানিয়েছেন, কমিটির সাত সদস্যই এই সুপারিশগুলির সঙ্গে একমত হয়েছেন। আইজ্যাক বলেছেন, “বিষ্ণু পুরাণে ভারত নামের উল্লেখ পাওয়া যায়। কালিদাসও ভারত নামটি ব্যবহার করেছিলেন। এটি একটি প্রাচীন নাম। ইন্ডিয়া নামটি এসেছে অনেক পরে, তুর্কি, আফগান এবং গ্রীকদের আক্রমণের পর। তারা সিন্ধু নদীর ভিত্তিতে ভারতকে শনাক্ত করেছিল। হামলাকারীরা ইন্ডিয়া নামটা উচ্চারণ সুবিধাজনক বলে মনে করেছিল। আমি জোর দিয়েছি, দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তকে শুধু ভারত নামটি ব্যবহার করা হবে। অন্যান্য সদস্যরাও সেই প্রস্তাব গ্রহণ করেছেন।”

কমিটির সুপারিশে আরও একটি দিক উঠে এসেছে। কমিটির মতে, প্রচলিত পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তকগুলিতে যুদ্ধে ‘হিন্দুদের পরাজয়’-এর উপর খুব বেশি জোর দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*