আগামী ১২ ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গে স্কুল খুলতে চলেছে। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন হবে। গত বৃহস্পতিবার এই মর্মে বিকাশ ভবন থেকে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
★প্রত্যেক দিন স্কুলের সময়ে নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন হতে পারে।
★পড়ুয়া এবং স্টাফদের সামাজিক দূরত্ব এবং কোভিড বিধি মেনে চলতে হবে। সেই মতো প্রয়োজন অনুসারে একটি ক্লাসের পড়ুয়াদের দু’টি বা তার বেশি শ্রেণিকক্ষে বসানোর ব্যবস্থা করতে হবে। সেই অনুসারে রুটিন তৈরি করতে হবে।
★স্কুল খোলার পরে স্কুল কর্তৃপক্ষ একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের প্র্যাকটিক্যাল ক্লাসও নিতে পারে।
★প্রতিটি স্কুল ভালোভাবে স্যানিটাইজ করতে হবে। পড়ুয়া, শিক্ষক, শিক্ষাকর্মী নির্বিশেষে প্রত্যেকের ক্ষেত্রে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং অন্যান্য কোভিড বিধি মেনে চলা বাধ্যতামূলক।
★ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের মধ্যে কোভিড বিধি সম্পর্কে সচেতনতা গড়ে তোলার কথাও বলা হয়েছে।
Be the first to comment