এবছরের মতো আর খুলছে না রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়, অনলাইনেই চলবে ক্লাস

Spread the love

ডিসেম্বর মাসেও রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলছে না। জানুয়ারি মাসে আবার উপাচার্যদের সঙ্গে রিভিউ বৈঠক হবে। সেই বৈঠকেই কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

রবিবার উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই বৈঠকে উপাচার্যদের কাছ থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে মতামত নেন। তারপরেই উপাচার্যদের এই সিদ্ধান্ত জানানো হয়েছে বলেই সূত্রের খবর।

জানা গিয়েছে, আপাতত অনলাইনে ক্লাস চলবে। অনেক বিশ্ববিদ্যালয় ও কলেজে এখনও পর্যন্ত আসন খালি রয়েছে। সে ক্ষেত্রে আবারও ভর্তির জন্য পোর্টাল খোলা হতে পারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের। সাপ্লিমেন্টারি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা আপাতত অনলাইনেই হবে। আজ উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*