দক্ষিণ দিনাজপুর জেলার তিলনায় একাধিক সমস্যায় জর্জরিত স্কুল, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

Spread the love

পল মৈত্র, দক্ষিণ দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার রামকৃষ্ণপুর গ্রামপঞ্চায়েতের অধীন তিলনা জুনিয়র হাইস্কুল একাধিক সমস্যায় জর্জরিত। স্কুলের প্রধান শিক্ষক রামপ্রসাদ রায় জানান, এই স্কুলের সমস্যা গুলির মধ্যে অন্যতম হলো প্রাচীর না থাকা, প্রাচীর না থাকার জন্য স্কুলের সামনেই ঢালাই রাস্তার উপর দিয়ে চলাচল করে একের পর এক ট্রাক্টর। ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত ঘটে।

এছাড়া পানীয় জল, মিড-ডে মিল বা শৌচাগার, সবকিছুর জন্যই পড়ুয়াদের ভরসা স্কুলের একমাত্র মার্ক-টু টিউবওয়েল। কিন্তু সেটিও প্রতিবেশীদের অধিক ব্যবহারের ফলে সমস্যায় পড়ে ছাত্রছাত্রীরা।এছাড়াও স্কুলের করণিকেরও প্রয়োজন রয়েছে বলে জানালেন প্রধান শিক্ষক।

তিলনা স্কুলের প্রধান শিক্ষক রামপ্রসাদ রায়, সহ শিক্ষক রঞ্জন আরও জানান, তিলনা জুনিয়র হাইস্কুলের সব সমস্যার কথা আমরা একাধিকবার জেলা শাসক, বিডিও, এসআইদের লিখিতভাবে জানিয়েছি। কিন্তু কোনো জায়গা থেকে কোনোরকম সাহায্য পাইনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*