বাড়ি, দোকান, মন্দিরের পর এ বার চোরেদের নিশানায় স্কুল। রাতের অন্ধকারে স্কুলে ঢুকে রান্নাঘরের তালা ভেঙে মিড-ডে মিল রান্নার সমস্ত সামগ্রী চুরি করে নিয়ে গেল চোরেরা। চাল ডাল-মশলাপাতিতো বটেই, বাসনপত্রও চুরি হয়ে যাওয়ায় মাথায় হাত স্কুল কর্তৃপক্ষের।
শহর সিউড়ির প্রাণকেন্দ্রে, জেলা সংশোধনাগার এবং জেলা প্রশাসনিক দফতরের থেকে ঢিল ছোঁড়া দুরত্বে প্রাথমিক স্কুল সরোজবাসিনী শিশু ভবন। এখন পরীক্ষার মরসুম চলায় বন্ধ রয়েছে পড়ুয়াদের জন্য মিড-ডে মিলের রান্না। কিন্তু সমস্ত চুরি যাওয়ায় কবে থেকে ফের রান্না শুরু করা যাবে তা নিয়ে চিন্তায় শিক্ষক-শিক্ষিকারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ মিধ্যা জানিয়েছেন, ‘’শুক্রবার রাতে স্কুলের পাঁচিল টপকে ঢুকে দুষ্কৃতিরা মিড-ডে মিলের ঘরের তালা ভেঙে দুটি বড় ডেকচি, দুটি মাঝারি ডেকচি, আলুমিনিয়মের বড় কড়াই, ছোটো ডেকচি, ৫০ কেজি আলুর বস্তা ও হামানদিস্তা চুরি করে নিয়ে যায়। তিনি বলেন, “চিন্তায় পড়েছি, বিপুল টাকার সামগ্রী ফের সরকারি দফতর থেকে সংগ্রহ করে কবে মিড-ডে মিল চালু করতে পারব তা নিয়ে। পুলিসে অভিযোগ দায়ের করেছি।”
স্কুলটিতে পড়াশোনা করে প্রায় তিনশো ছাত্রছাত্রী।
Be the first to comment