এবার চোখের নিমেষে পৌঁছে যাবেন শিয়ালদহ থেকে ডানলপ

Spread the love
এবার আপনি শিয়ালদহ থেকে ডানলপ মোড় পৌঁছে যাবেন চোখের নিমেষে। তৈরি হচ্ছে জোড়া উড়ালপুল। একইসঙ্গে চওড়া হচ্ছে ডানলপ থেকে ব্যারাকপুর পর্যন্ত বিটি রোডও। উত্তরকে সচল করতে নয়া উদ্যোগ রাজ্যের। দমবন্ধ করা জ্যামে অফিস টাইমে ১৫ মিনিটের রাস্তা পেরোতে লাগে ১ ঘণ্টা। বিভীষিকার আরেক নাম হয়ে উঠেছে বিটি রোড। তবে, জোড়া উড়ালপুলের সুবাদে কয়েক বছরের মধ্যে এছবি উধাও হয়ে যাবে বলে আশাবাদী রাজ্য সরকার।
অন্যদিকে, টালা ব্রিজ পেরনোর ঠিক পর থেকে শুরু হবে দ্বিতীয় উড়ালপুলটি। সেখান থেকে চিড়িয়ামোড়, সিঁথিমোড় হয়ে উড়ালপুল চলে যাবে সোজা ডানলপ পর্যন্ত। টালা থেকে ডানলপ পর্যন্ত উড়ালপুলটি হবে ৬.২ কিলোমিটার দীর্ঘ। ডানলপ মোড়ের কাছে এসে দু’ভাগে ভাগ হয়ে যাবে উড়ালপুলটি। একটি ভাগ চলে যাবে ব্যারাকপুরের দিকে, অন্যটি দক্ষিণেশ্বরের দিকে। দুটি উড়ালপুলই ছয় লেনের হবে। ফলে চোখের নিমেষে আপনি শিয়ালদা থেকে সোজা ডানলপ পৌঁছে যাবেন।
প্রথম উড়ালপুলটি শুরু হবে রাজাবাজার ট্রামডিপোর সামনে থেকে। রাজাবাজার, মানিকতলা, খান্না হয়ে উড়ালপুলটি শেষ হবে বাগাবাজার বাটায়। রাজাবাজার থেকে বাগবাজার পর্যন্ত উড়ালপুলটির দৈর্ঘ্য হবে ৪.৮ কিলোমিটার। তবে, এক্ষেত্রে একটি গুরুতর সমস্যা রয়েছে। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজি মূর্তির ওপর দিয়ে উড়ালপুল গেলে বিতর্ক হতে পারে। তাই মূর্তি সামান্য সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দফতর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*