নেংটি থেকে ধেড়ে। ইঁদুরের উপদ্রবে জেরবার শিয়ালদা স্টেশন। প্ল্যাটফর্ম থেকে রেলওয়ে ট্র্যাক। সর্বত্রই তাদের অবাধ যাতায়াত। ইঁদুরের দাঁতে কাটা পড়ছে দূরপাল্লার ট্রেনের পরদা, তোয়ালে, এমনকি সিগন্যালিংয়ের তার! নাজেহাল রেলকর্তাদের ভরসা বেসরকারি পেস্ট কন্ট্রোল সংস্থা।
কখনও রেললাইন, কখনও প্ল্যাটফর্ম। বাদ যাচ্ছে না দূরপাল্লার ট্রেনের গোছ-গাছ করা কামরাও। গণেশ ঠাকুরের বাহনকে বাগে আনে, কার সাধ্যি!
মাটি খুঁড়ে রেললাইন আলগা করছে মুষিকবাহিনী। তার কেটে দেওয়ায় সমস্যা হচ্ছে সিগন্যালিংয়েও। আর ট্রেনের কামরায় ঢুকে উৎপাত তো আছেই। যাত্রীদের তরফে অভিযোগ ভূরি ভূরি। সমস্যা মেটাতে বিশেষজ্ঞ সংস্থাকে বহাল করেছে রেল।
নিখিল চক্রবর্তী, সিপিআরও, পূর্ব রেল বললেন,‘স্টেশন পরিষ্কারের জন্য ইন্টিগ্রেটেড প্রোগ্রাম করা হয়েছে। তার আওতাতেই ইঁদুর মারার ব্যবস্থা করা হয়েছে। আশা করি সমস্যা মিটে যাবে।’
রেলের দাবি, সাধারণ মানুষের অসচেতনতাতেই বাড়ছে ইঁদুরের সংখ্যা। যেখানে-সেখানে ফেলে যাওয়া খাবারের উচ্ছিষ্টই লোভ বাড়াচ্ছে মুষিকবাহিনীর।
Be the first to comment