শিয়ালদা ডিভিশনে ফের বাতিল লোকাল ট্রেন

Spread the love

করোনা সুনামিতে দেশের বিভিন্ন প্রান্তের মতো ভয়াবহ পরিস্থিতি বাংলাতেও। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। ভাইরাসের কোপ এসে পড়ল এবার ট্রেন পরিষেবাতেও। শিয়ালদা শাখায় ফের ট্রেন বাতিল করা হল। একাধিক চালক ও গার্ড করোনায় আক্রান্ত হওয়ায় ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘আজ ২৫টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এই মুহূর্তে ২০ জনের মতো চালক ও গার্ড করোনায় আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। ট্রেন চলাচল পরিষেবা স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করছি। জানি না, কতদিন এভাবে চলবে।’ তবে, এখনও হাওড়া ডিভিশনে কোনও ট্রেন বাতিল করা হয়নি বলে জানান। তিনি বলেন, ‘হাওড়া ডিভিশনে কোনওমতে ট্রেন চালাচ্ছি, জানি না, কতদিন পারব।’

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে পূর্ব রেলের চারটি ডিভিশনেরই বেশ কয়েকজন মোটরম্যান, গার্ড এবং সামনের সারির কর্মী গত কয়েক দিনে আক্রান্ত। গত সপ্তাহে একদিনে শিয়ালদহ ডিভিশনের ১৪ জন গার্ড করোনা-আক্রান্ত হয়ে পড়ায় লোকাল ট্রেন পরিষেবায় প্রভাব পড়ে। গার্ডের অভাবে শুক্রবার ডিভিশনের বিভিন্ন শাখায় আপ ও ডাউন মিলিয়ে মোট ২৬টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। শনিবারও ট্রেনগুলি বাতিল ছিল।

এদিকে, দক্ষিণ পূর্ব রেলে এখনও তেমন প্রভাব পড়েনি বলেই জানালেন জনসংযোগ আধিকারিক গীতা সরকার। তিনি এই সময় ডিজিটালকে জানান, ‘দক্ষিণ পূর্ব শাখায় স্বাভাবিক ভাবেই ট্রেন চলছে। মাস্ক না পরলে জরিমানার যে নির্দেশিকা রয়েছে, তা ভালোভাবে দেখা হচ্ছে। সবরকম সচেতনতা নিয়েই ট্রেন চালানো হচ্ছে।’

যে হারে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে কি ফের বন্ধ হতে পারে ট্রেন পরিষেবা? এ ব্যাপারে রেলওয়ে বোর্ড চেয়ারম্যান ও CEO সুনীত শর্মা জানিয়েছেন, বর্তমানে ৭০ শতাংশ প্যাসেঞ্জার ট্রেন চলছে। এখনও পর্যন্ত কোনও রাজ্যের পক্ষ থেকে ট্রেন বন্ধ রাখার আবেদন জানানো হয়নি। উল্লেখ্য, গতবছর করোনা সংক্রমণের জেরে লকডাউন জারি করা হয় দেশে। এর ফলে গত বছরের ২৩ মার্চ থেকে দীর্ঘ প্রায় নয় মাস ধরে বন্ধ ছিল ট্রেন পরিষেবা। তবে কিছু স্পেশাল ট্রেন চালানো হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*