ব্রিজের হাল ফেরাতে টানা ৪ দিন বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল

Spread the love

স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামী ১৫ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদহ ফ্লাইওভারের যান চলাচল ৷ কেএমডিএ ও ব্রিজ মনিটরিং সেলের তরফে কলকাতা ট্র্যাফিককে ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রস্তাব দেওয়া হয় ৷ আর বুধবার সেই প্রস্তাবে অনুমোদন দেয় কলকাতা ট্র্যাফিক ৷ ব্যস্ততম ফ্লাইওভারটি চারদিন বন্ধ থাকলে ব্যাপক যানজটের আশঙ্কা রয়েছে ৷ তবে কোন পথে গাড়ি ঘোরানো হবে তার পরিকল্পনা করছে কলকাতা ট্র্যাফিক ৷

শহরের এমন একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রাস্তা বন্ধ রাখলে দুর্ভোগে পড়তে পারেন সাধারণ মানুষ ৷ সেই বিষয়ে ভাবনা চিন্তা করেই কেএমডিএ-র সঙ্গে বৈঠকে বসে কলকাতা পুলিশ ৷ কলকাতা পুলিশের ডিসি ট্র্যাফিক বলেন, এখনও পর্যন্ত আমাদের কাছে কোনও লিখিত প্রস্তাব এসে পৌঁছয় নি ৷ ১৫ তারিখ বিকেলের পর থেকে ১৮ তারিখ পর্যন্ত যান চলাচল বন্ধের কথা বলা হয়েছে ৷ তবে সেই দিনগুলিতে কোন পথে গাড়ি ঘোরানো হবে তার পরিকল্পনা এখনও পর্যন্ত করা হয়নি ৷ প্রস্তাব পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*