দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪০ লক্ষ মানুষকে; জানালেন মুখ্যমন্ত্রী

Spread the love

রাজ্যে বিধিনিষেধের জেরে সাড়া মিলছে। বাংলার কোভিড-পরিসংখ্যান আগের চেয়ে উন্নতি হয়েছে বলে গতকাল নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন,” দ্বিতীয় ঢেউয়ে সক্রিয় কোভিড আক্রান্ত ১ লক্ষ ৩২ হাজার ১৮১ ছিল। তা কমে হয়েছে ১ লক্ষ ৯ হাজার ৮০৬। প্রথম ঢেউয়ে সক্রিয় রোগী ছিল ৩৭,১৯০। দৈনিক আক্রান্ত ২১ হাজার থেকে নেমে ১১ হাজারে চলে এসেছে। সংক্রমণ হার ৩৩ শতাংশ থেকে কমে হয়েছে ১৮-১৯ শতাংশ। প্রথম ঢেউয়ে ছিল ১৭.৪৫ ছিল। দ্বিতীয় ঢেউয়ে সুস্থতার হার ৮৪ শতাংশে নেমে গিয়েছিল। তা ৯১ শতাংশে চলে এসেছে।”

তিনি আরোও বলেন,”আমরা প্রায় ১ কোটি ৪১ লক্ষ ডোজ দিয়েছি। ১.১ কোটি লোককে প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪০ লক্ষকে। নিজের টাকায় ভ্যাকসিন কিনছি। মে মাসে ১৮ লক্ষ ডোজ কিনেছি। জুনে আরও ২২ লক্ষ কিনছি। এর জন্য ১১৪ কোটি টাকা খরচ হচ্ছে। সুপারস্প্রেডার গ্রুপ মানে যাঁরা অনেক মানুষের সঙ্গে মেশেন, তাঁদের সুরক্ষিত করতে চাই। হকার, পরিবহণ কর্মী, সবজি বিক্রেতাদের অগ্রাধিকার দিচ্ছি। এই ধরনের ৯ লক্ষ লোককে টিকা দিয়েছি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*