দ্বিতীয় দফার ভোটে রাজ্যে আসছে আরও ৪০ কোম্পানি

Spread the love

প্রথম দফার থেকে দ্বিতীয় দফায় ভোট কেন্দ্রের সংখ্যা একটি বাড়ছে। আর তাই বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। জানা গিয়েছে, দ্বিতীয় দফার ভোটে ব্যবহার করা হবে একশো কোম্পানির বেশি আধাসেনা। এমনটাই জানা গিয়েছে কমিশন সূত্রে। দ্বিতীয় দফার ভোটে বাইরে থেকে আনা হচ্ছে আরও ৪০ কোম্পানি বাহিনী। প্রসঙ্গত, ১৮ এপ্রিল বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ভোট। ওই দিন দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট। পাশাপাশি ভোট জলপাইগুড়ি ও রায়গঞ্জেও।

এদিকে ভোটে পাহাড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাটো করতে প্রথম থেকেই তৎপর নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটে ব্যবহার করা হয়েছে ৮৩ কোম্পানি বাহিনী। দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্য আসছে আরও ৪০ কোম্পানি আধাসেনা অর্থাৎ দ্বিতীয় দফার ভোটের আগেই রাজ্যে মোতায়েন করা হবে মোট ১২৩ কোম্পানি বাহিনী। এরমধ্যে স্ট্রং রুম, ভোটের পরবর্তী হিংসার জন্য কিছু বাহিনী থাকবে কোচবিহার ও আলিপুরদুয়ারে। বাকি বাহিনী ব্যবহার করা হবে দ্বিতীয় দফায়। এখন ৩ কেন্দ্র মিলিয়ে দ্বিতীয় দফার ভোটে মোট বুথ সংখ্যা ৫৩৯০টি। দু-একদিনের মধ্যেই অতিরিক্ত বাহিনী চলে আসবে। শুরু হয়ে যাবে টহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*