মিস্টার পারফেকশনিস্ট আমির খানের জনপ্রিয়তা চীনে লজ্জায় ফেলে দিতে পারে সেদেশের বড় তারকাদেরও। সিক্রেট সুপারস্টার সিনেমাটিতে আমির খান মেরেকেটে মাত্র ২০ মিনিটের মতো মুখ দেখিয়েছেন। কিন্তু তাতেও তার দাপটে এই সিনেমা অসাধারণ ব্যবসা করে চলেছে। সিক্রেট সুপারস্টার ভারতীয় বাজারে একশো কোটির মতো ব্যবসা করলেও আন্তর্জাতিক বাজারে দুর্দান্ত ব্যবসা করেছে। বিশেষ করে চীনে। দঙ্গল চীনে ১ হাজার কোটি টাকার বেশি ব্যবসা করেছিল। সিক্রেট সুপারস্টার-ও সেই পথেই এগোচ্ছে।
চীনে ইতিমধ্যেই ১০০ মিলিয়ন ডলারের ব্যবসা করে ফেলেছে সিক্রেট সুপারস্টার। ভারতীয় টাকায় তা ৬৫০ কোটি টাকার বেশি। গতমাসের ১৯ জানুয়ারি মুক্তি পাওয়ার পর থেকেই চীনা বক্স অফিসে রেকর্ড ভেঙে চলেছে সিনেমাটি। আমির খান প্রোডাকশনের সিনেমা সিক্রেট সুপারস্টার মাত্র ১৫ কোটি টাকার বাজেটে তৈরি, তা সত্ত্বেও সিনেমাটি চীনে অসম্ভব সাড়া ফেলে দিয়েছে। সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন জায়রা ওয়াসিম ও সহযোগী চরিত্রে রয়েছেন আমির খান।
Be the first to comment