উত্তর দিনাজপুরে আজ মুখ্যমন্ত্রীর সভায় আচমকা মঞ্চে উঠে পড়েন রাবেয়া খাতুন নামে এক মহিলা। এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গেলেন ওই মহিলা। তা নিয়ে ক্ষুব্ধ হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, “নিরাপত্তায় গলদ আছে”। এবার মুখ্যমন্ত্রীর নিরপত্তায় গাফিলতি কিভাবে হল তা নিয়ে দুটি কমিটি গঠন করল নবান্ন। একটি কমিটি ডিজির নেতৃত্বে গঠন হয়েছে, আর একটি কমিটি ডিজি সিকিইউরিটির নেতৃত্বে গঠন হয়েছে। ডিজি নেতৃত্বে গঠিত হওয়া কমিটি, তদন্ত করবে এদিনের রাজ্য পুলিশের ভূমিকা কি ছিল তা নিয়ে। পাশাপাশি, ডিজি সিকিইউরিটির নেতৃত্বে গঠিত কমিটি, তদন্ত করবে ‘ডি’ জোনের মধ্যে থাকা মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের ভূমিকা কি ছিল তা নিয়ে। তদন্তের পর রিপোর্ট জমা পড়বে নবান্নে। গাফিলতি কোন জায়গা থেকে হয়েছে তা প্রমাণিত হলে সেই জায়গায় দায়িত্ব থাকা নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে পদক্ষেপ করবে নবান্ন বলে সূত্রের খবর।
Be the first to comment