
রোজদিন ডেস্ক, কলকাতা:- উল্টোডাঙা স্টেশনের অদূরে দক্ষিণদাঁড়ি রেলব্রিজে তাঁর স্বামীর সামনেই ট্রেনে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু মহিলার।জানা গেছে, লেকটাউনের নেহেরু কলোনির বাসিন্দা সুষমা প্রসাদ শুক্রবার সকাল ৭ টা নাগাদ স্বামীর সঙ্গে বিধাননগরের ২ নম্বর প্ল্যাটফর্মে নামেন। এরপর ৫ নম্বর দক্ষিণদাঁড়ি রেলব্রিজ ধরে এগিয়ে যাচ্ছিলেন দম্পতি।
আচমকা আপ ও ডাউন লাইনে চলে আসে ট্রেন। আতঙ্কিত সুষমাদেবী বুঝতে পারেননি কী করবেন। কিছু না ভেবেই প্রাণে বাঁচতে রেলব্রিজের ফাঁক থেকে নিচে রাস্তায় ঝাঁপ দেন তিনি। কিন্তু আটকে যান। এদিকে ট্রেন চলে আসে। ফলে চাপা পড়েন সুষমা। রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ট্রেনের নিচে চাপা পড়ে স্বামীর চোখের সামনেই মৃত্যু হয় সুষমা প্রসাদের। ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল পরে যায় এলাকায়।
Be the first to comment