৩৮ বছর বয়সী শেফালী রঙ্গনাথন, যিনি জন্মসূত্রে ভারতের চেন্নাই এর বাসিন্দা পরিবহন বিভাগে তার বিশেষ দক্ষতা, এবং এই ক্ষেত্রে জীবনে তিনি অনেক স্বীকৃতি পেয়েছেন। তবে আরেকটি স্বীকৃতি হলো তিনি এখন আমেরিকার সিয়াটেলের ডেপুটি মেয়র হিসাবে নিযুক্ত হয়েছেন। ডেপুটি মেয়র পদে নাম মনোনয়ন করেন ট্রান্সপোর্টেশন চয়েসেস কোয়ালিশন সংস্থার হেড জনি দুরকান। শেফালী রঙ্গনাথন এই সংস্থার এক্সেকিউটিভ ডাইরেক্টর।
শেফালীর স্কুল হোক বা কলেজ সবসময়ই অন্যান্য ছাত্র-ছাত্রীদের থেকে এগিয়ে থাকতো। খুব স্বাভাবিকভাবেই এই পদে স্বীকৃতি পেয়েছে সে, এমনটাই জানালেন শেফালী রঙ্গনাথনের বাবা প্রদীপ রঙ্গনাথন। আমেরিকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর এই স্বীকৃতিতে উচ্ছসিত তার বাবা মা সহ গোটা দেশ। শেফালীর সাথে তার বাবা মা আমেরিকার সিয়াটেলেই থাকেন।
২০০১ সালে শেফালী রঙ্গনাথন মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য গিয়েছিলেন।
তার বাবা বলেন, তার কোর্স শেষ করার আগেই, তিনি ওয়াশিংটন ডিসি থেকে পরিবেশগত অবস্থার ক্ষেত্রে সরকারী চাকরির অফার আসে।
শেফালী ২০১৪-১৫ সালে মিড-লেভেল এক্সেকিউটিভ হিসাবে ট্রান্সপোর্টেশন চয়েসেস কোয়ালিশন-এ যোগদান করেন এবং পরে এক্সেকিউটিভ ডাইরেক্টর র পদে দায়িত্ব পালন করেন।
Be the first to comment