রংপুরের পীরগঞ্জে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমবাগান এখন রীতিমতো দর্শনীয় স্থান। প্রতিদিনই আশপাশের লোকজন ভিড় করছে সেখানে। পরিবেশবান্ধব আর পুষ্টির চাহিদা মেটাতে মডেল হিসেবে গড়ে তোলা হয়েছে বাগানটি। উপজেলার উজিরপুরে শেখ হাসিনার মোড়ে দেড় একরের বেশি জমিতে আমবাগানটি গড়ে তোলা হয় ২০১৩ সালে। স্থানীয়ভাবে এটি দেখভাল করছেন হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়ার ভাগ্নের ছেলে শাহিদুল ইসলাম পিন্টু। পিন্টু জানান, বাগান করার পর গত দুই বছরে কিছু কিছু গাছে আম ধরেছিল। তবে এ বছর প্রতিটি গাছে থোকায় থোকায় আম ধরেছে। বারি আম-৪ ও জনপ্রিয় হাঁড়িভাঙা প্রজাতির আম সমৃদ্ধ এ বাগান স্থাপনে সহায়তা করছে রংপুরের বুড়িরহাট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র। বাগানে মোট ১১০টি আম গাছের মধ্যে বারি আম-৪ জাতের ৫৫টি এবং জনপ্রিয় হাঁড়িভাঙা জাতের গাছ রয়েছে ৫৫টি। মিঠাপুকুর থেকে উৎপত্তি জনপ্রিয় হাঁড়িভাঙা আমের বাগানই রয়েছে তিন হাজার হেক্টরেরও বেশি জমিতে। এর মধ্যে বাগান আকারে রয়েছে এক হাজার হেক্টর। এসব আমবাগান থেকে এবার আম পাওয়া যাবে প্রায় ৩০ হাজার মেট্রিক টনেরও বেশি।
Be the first to comment