দেশের মধ্যে প্রথম! বাংলায় পুরুষদের জন্য স্বনির্ভর গোষ্ঠীর ঘোষণা

Spread the love

শনিবার বিশ্ব পুরুষ দিবস। তার আগেই রাজ্যের পুরুষদের জন্য সুখবর। এবার মহিলাদের মতো পুরুষদের জন্য স্বনির্ভর গোষ্ঠী তৈরি হতে চলেছে বাংলায়। এই ভাবনা বাস্তবায়িত হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। জানা যায় প্রায় ২ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি হতে চলেছে। ইতিমধ্যে প্রায় দেড় লক্ষ স্বনির্ভর পুরুষ গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছে। গোষ্ঠীর নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে তা পোর্টালের সঙ্গে সংযুক্তিকরণের কাজ শুরু হয়েছে।

পুরুষদের নিয়ে এইভাবে ভাবার জন্য অল বেঙ্গল মেন্স ফোরামের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানো হয়েছে। এই সংস্থার সভাপতি নন্দিনী ভট্টাচার্য বলছেন লিঙ্গবৈষম্যের কারণে পুরুষরা অনেক অবিচারের শিকার হন। রাষ্ট্রের সুযোগ সুবিধা অনেক কম পান। পুরুষ স্বনির্ভর গোষ্ঠী হলে এই লিঙ্গবৈষম্য কমবে বলেই মত তাঁর। দেশের মধ্যে এমন উদ্যোগ প্রথম। এই স্বনির্ভর গোষ্ঠীগুলোকে নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সরকার। এই প্রকল্প সম্পূর্ণ মমতা বন্দোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। ইতিমধ্যেই দেড় লক্ষ্য গোষ্ঠী তৈরি হয়েছে। আরও পঞ্চাশ হাজার তৈরি করা হবে। প্রত্যেকটি গোষ্ঠীকে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া হবে। তিনমাসের মধ্যেই এই দু লক্ষ গোষ্ঠী পুরোদমে কাজ শুরু করে দেবে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে এখনও এগিয়ে আছে জলপাইগুড়ি। এখানকার সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে রাজ্যের স্ব-রোজগার কর্পোরেশনের লিমিটেডের তৈরি পোর্টালের সংযুক্তিকরণ সম্পন্ন হয়েছে বলে জানা যাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*