৪০ হাজারের গণ্ডি পেরিয়ে গেলো সেনসেক্স, নিফটি ছাড়ালো ১১,৮০০

Spread the love

আর্থিক মন্দার কারণে গত কয়েকমাস ধরেই শেয়ার বাজারের অবস্থা খুব একটা ভাল নয় ৷ এরই মাঝে আজ (বুধবার) বাজার খুলতেই লগ্নিকারীদের জন্য সুখবর এল ৷ ৪০ হাজারের গণ্ডি পেরিয়ে গেল সেনসেক্স ৷ জুলাই মাসের পর এই প্রথম বার ৪০ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল সেনসেক্স। এর ফলে ভারতী ইনফ্রাটেল, জি এন্টারটেনমেন্ট, ইনফোসিস, ভারতী এয়ারটেল, নেসলে ইন্ডিয়া ও ITC লাভের মুখ দেখলো ৷ লাভের মুখ দেখেছে বাজাজ অটো, কোটাক ব্যাঙ্ক, সান ফার্মাও ৷

বুধবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই BSE শেয়ার এক লাফে ২৫০ পয়েন্ট বেড়ে যায়। বিদেশি বিনিয়োগ এর একটা বড় কারণ বলেই মনে করা হচ্ছে ৷ BSE-এর ৩০ শেয়ার সূচক এগিয়েছে ১২৮.৪৮ পয়েন্ট, NSE-এর ক্ষেত্রে তা ৩৫.৮৫ পয়েন্ট ৷

সেন্ট্রাম ব্রোকিংয়ের তরফে CEO সন্দীপ নায়ক বলেন, করকাঠামোর পুনর্বিন্যাস একটা বড় কারণ শেয়ার বাজার চাঙ্গা হওয়ার ৷ দীর্ঘমেয়াদি মূলধনী আয় (LTCG), সিকিউরিটিজ ট্রানজ়াকশন ট্যাক্স (STT), ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্সের (DTT)-র মতো করগুলির প্রস্তাবিত পুনর্মূল্যায়ন দেশের লগ্নিকারীদের মনে আশার সঞ্চার করেছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*