মাদ্রিদ ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করলেন সেরেনা

Jul 9 2016; London, United Kingdom; Serena Williams (USA) reacts during her match against Angelique Kerber (GER) on day 13 of the 2016 The Championships Wimbledon. Mandatory Credit: Susan Mullane-USA TODAY Sports ORG XMIT: USATSI-265034 ORIG FILE ID: 20160709_jla_au2_001.jpg
Spread the love

আগামী সপ্তাহ থেকে শুরু হবে মাদ্রিদ ওপেন টেনিস। সেখান থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ান হওয়া যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। প্রথম সন্তানের জন্মের কারণে এক বছর টেনিস থেকে দূরে ছিলেন সেরেনা। তবে চলতি বছরের মার্চে ইন্ডিয়ান ওয়েলস দিয়ে আবারো কোর্টে ফিরে আসেন তিনি। ঐ টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নেন তিনি। এরপর মিয়ামি ওপেনেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সেরেনা। প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয় তাকে। তাই নিজের বর্তমান পারফরমেন্সে মোটেও খুশি নন সেরেনা। এজন্য ক্লে কোর্টে খেলার জন্য এখনো পুরোপুরিভাবে প্রস্তুত নন সেরেনা। ফলে মাদ্রিদ ওপেনে না খেলার সিদ্ধান্ত নিলেন সেরেনা। ইতিমধ্যেই মাদ্রিদ ওপেনের আয়োজকদের চিঠি দিয়ে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন সেরেনা। সেরেনার নাম প্রত্যাহারের কথা জানিয়েছেন আয়োজক কমিটির পরিচালক মানোলো সানতানা।

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*