বিশাখাপত্তনমে জিতে তিন ম্যাচের একদিনের সিরিজ জিতলো ভারত

Spread the love

বিশাখাপত্তনমে ভারত সিরিজের তৃতীয় তথা নির্নায়ক ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিলো। দুরুন্ত সেঞ্চুরি করলেন ওপেনার শিখর ধাওয়ান। তিনি ১০০ রানে নট আউট থাকেন। তাকে যোগ্য সহায়তা করেছেন আগের ম্যাচেও দুর্দান্ত ব্যাট করা শ্রেয়স আইয়ার। শ্রেয়স জীবনের তৃতীয় ম্যাচেও ৬৫ রান করলেন। আগের ম্যাচের ডাবল সেঞ্চুরি করা অধিনায়ক রোহিত শর্মা এদিন শুরুতেই শ্রীলঙ্কার স্পিনার আকিরা ধনঞ্জয়ার একটা অসাধারণ ডেলিভারিতে বোল্ড আউট হয়ে ফিরে যান। সেখান থেকে শিখর ধাওয়ানের সাথে ১৩৫ রানের পার্টনারশিপ গড়েন। দিনেশ কার্তিক ২৬ রানে নট আউট থাকেন।
ম্যাচের শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের। শুরু থেকেই শ্রীলঙ্কা দল বেশ আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেছে। শ্রীলঙ্কার পক্ষে দুর্দান্ত ব্যাট করেছে উপুল থরঙ্গা। ৯৫ রান করেন তিনি। থরঙ্গা-সাদিরা জুটি ১২১ রান যোগ করেন। কিন্তু ওয়াশিংটন সুন্দরের জায়গায় দলে ফেরা কুলদীপ যাদব এবং চাহালের দাপটে শ্রীলঙ্কা ২১৫ রানে অল আউট হয়ে যায়। দুই স্পিনারই ৩টি করে উইকেট দখল করেছেন। এছাড়াও পান্ডিয়া ২টি, ভুবনেশ্বর এবং বুমরাহ ১টি করে উইকেট নিয়েছেন।
এই নিয়ে ভারত পর পর ৮টা সিরিজ জয় লাভ করলো। আর রোহিত শর্মা অধিনায়ক হিসাবে তার প্রথম সিরিজ জয় লাভ করলেন। ম্যাচের সেরা হলেন স্পিনার কুলদিপ যাদব। যার বোলিং ফিগার এদিন ১০-০-৪২-৩। ম্যান অব দ্য সিরিজ হয়েছেন শিখর ধাওয়ান।

ছবিঃ অনলাইন থেকে

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*