সেট-টপ বক্সে চিপ লাগানোর প্রস্তাব নিয়ে কেন্দ্রকে একহাত নিলো কংগ্রেস

Spread the love

দর্শকরা কোন চ্যানেল দেখছেন সেটার উপর নজরদারি চালানোর জন্য সেট-টপ বক্সে বিশেষ চিপ লাগানোর প্রস্তাব প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে এবার তীব্র আক্রমণ করল কংগ্রেস। ট্যুইটারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানিকে কটাক্ষ করে কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা লিখেছেন, এবার নজরদারি সরকার। গোপনীয়তার অধিকার ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। আপনাদের অনুমতি না নিয়েই শোবার ঘরে চার দেওয়ালের মধ্যে টিভিতে কী দেখেন, সেটা জানতে চান স্মৃতি ইরানি। কেন?

উল্লেখ্য, নতুন টেলিভিশন সেট টপ বক্সগুলিতে একটি চিপ লাগানোর প্রস্তাব দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এর কারণ হিসেবে দাবি করা হয়েছে, দর্শকরা কতক্ষণ ধরে কোন চ্যানেল দেখছেন, সে বিষয়ে প্রামাণ্য তথ্য পাওয়ার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে কোন চ্যানেলগুলি বেশি জনপ্রিয়, সেটা জানা যাবে এবং সেই অনুযায়ী সরকারি বিজ্ঞাপন দেওয়া হবে। যদিও বিরোধীরা এই দাবি মানতে নারাজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*