প্রশান্ত দাস –
এক প্রসূতি, সুনয়না বিবি, বছর ২২, সিউরির রুটিপাড়ার বাসিন্দা, তাঁর সদ্যোজাতকে কোলে নিয়ে আজ সকাল সাড়ে ১০টায় মাতৃযান অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য সিউরি হাসপাতালে যাচ্ছিলেন। মাতৃযান অ্যাম্বুলেন্সটি হাসপাতাল চত্বরে এসে পৌঁছায়, তারপর গাড়ি থেকে নেমে হাসপাতালের দিকে এগোলে মাতৃযান অ্যাম্বুলেন্সের চালকেরা তাঁকে ঘিরে ধরে এবং ১০০ টাকা দাবি করে। উল্লেখ্য যে, মাতৃযান অ্যাম্বুলেন্স প্রসূতিদের জন্য সম্পূর্ণভাবে ফ্রি। সে ক্ষেত্রে প্রসূতি মহিলা ১০০ টাকা দিতে অস্বীকার করেন। অভিযোগ, ১০০ টাকা না দেওয়ায় হাসপাতালে উপস্থিত অ্যাম্বুলেন্সের ৩১ জন চালক ঐ প্রসূতি মহিলা সহ ওনার সাথে থাকা পরিবারের সকলকে ঘিরে ধরে। এরপর চালকদের ৫-৬ জন মিলে ঐ মহিলার সাথে থাকা একজন পুরুষকে রড দিয়ে মারধোর করে। গুরুতর ভাবে আহত হয়ে পুরুষ ব্যক্তিটি হাসপাতালে ভর্তি হন। মাথায় আঘাত হওয়ায় অপারেশন করা হয়। মারধোর করার সময় প্রসূতির কোলে থাকা সদ্যোজাত বাচ্চাটি মাটিতে পড়ে যায় এবং আহত হয়। এই ঘটনার খবর পেয়ে সিউরি থানার এস.ডি.পি.ও ঘটনাস্থলে আসেন এবং অভিযুক্তদের খোঁজ শুরু করেন। হাসপাতালের ৩১ জন চালক পলাতক। পুলিশ তদন্ত জারি রেখেছে।
Be the first to comment