বরফের মাঠে সহবাগের কামাল

Spread the love

অনেকদিন আগে ক্রিকেটকে বিদায় জানালেও সহবাগ যে ব্যাট হাতে এখনও বিধ্বংসী, তা ফের এক বার বুঝিয়ে দিলেন ক্রিকেটের ময়দানে তবে এই ময়দান কিন্তু সাধারণ ময়দান নয়। সুইৎজারল্যান্ডের সেন্ট মরিৎজে চলতি আইস-ক্রিকেট চ্যালেঞ্জ টুর্নামেন্টে অংশ নিতে গিয়েছেন বীরেন্দ্র সহবাগ।  তবে, ম্যাচটি কোনও ক্রিকেট মাঠে খেলা হয়নি। হিমাঙ্কের ৫ ডিগ্রি নীচে একটি জমে যাওয়া হ্রদের মধ্যে হয়েছে ম্যাচটি। কিন্তু ঘাসের মাঠ ছেড়ে বরফের প্রান্তর হলেও সহবাগের খেলায় যে কোনও পরিবর্তন হয়নি তারই প্রমাণ পাওয়া গেল বৃহস্পতিবার। এই টুর্নামেন্টে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে দুরন্ত অর্ধশতরান করেন তিনি। ৩১ বলে ৬২ রানের ইনিংস খেলেন তিনি। এই ইনিংসের একটি ছবি টুইটারে পোস্ট করেন সহবাগ। সেই পোস্ট করা ছবির ক্যাপশানে সহবাগ লেখেন, “অস্ত্র ছেড়েছি কিন্তু চালানো ভুলিনি। বরফে দারুণ মজা হল।” সহবাগের এই ট্যুইটের কিছু পরেই ট্যুইটে সহবাগের প্রশংসা করেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

সহবাগের ৬২ এবং সাইমন্ডসের(৪০) দৌলতে তাঁর দল ডায়মন্ড একাদশ ২০ ওভারে ১৬৪ রান তোলে। কিন্তু পাঁচ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় আফ্রিদির দল। বৃহস্পতিবার এই ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন সহবাগ সহ অ্যান্ড্রু সাইমন্ডস, শোয়েব আখতার, ম্যাট প্রায়র, শহিদ আফ্রিদি, মাইকেল হাসি এবং মাহেল জয়বর্ধনে। ম্যাচ খেলা হয়েছিলে কার্পেটের ওপর। বরফের ওপর ক্রিকেটের এই অভিনব ভাবনার প্রশংসা করে সহবাগ জানান, এর ফলে পর্যটকদের কাছে এই জায়গাটির আকর্ষণ বৃদ্ধি পাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*