শবরীমালা নিয়ে আন্দোলন করেও তার ফল পেল না বিজেপি। তাদের আশা ছিল, এই আন্দোলন তাদের কাছে সুবর্ণ সুযোগ। কেরলের পুরসভা উপনির্বাচনে তারা মাত্র ২টি আসন পেয়েছে। শবরীমালা মন্দির যে পুরসভায় সেই পান্ডালামে বিজেপি রয়েছে তিন নম্বরে, বাম-কংগ্রেসের থেকে অনেক পিছনে। ত্রিচুরের পালাপ্পুক্কারায় বিজেপি তাদের জেতা আসন খুইয়েছে বামেদের কাছে।
যদিও বিজেপির রাজ্য সভাপতি শ্রীধরন পিল্লাইয়ের দাবি, হারলেও তাদের ভোট বেড়েছে পাতানামথিট্টা, ইদুক্কি এবং আলাপুঝায়। পুর উপনির্বাচনে ৩৯টি আসনের মধ্যে শাসক বাম গণতান্ত্রিক ফ্রন্ট পেয়েছে ২১টি, কংগ্রেসের নেতৃত্বে ইউডিএফ পেয়েছে ১২টি। শুক্রবার ফল ঘোষণা করা হয়। স্থানীয় প্রশাসনের এই উপ নির্বাচন বৃহত্তর কোনও ছবি তুলে না ধরলেও শবরীমালা আন্দোলনের পর মনে করা হচ্ছিল, বিজেপির ফল আশাতীত ভালো হবে। নবগঠিত পান্ডালাম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে বিজেপির ভোট বেড়েছে ৭টি। সেখানে জিতেছেন কট্টর মুসলিম সোশাল ডেমোক্রাটিক পার্টির প্রার্থী।
Be the first to comment