শবরীমালা ইস্যুকে ঘিরে উত্তপ্ত কেরল, আটক কমপক্ষে ৭৫০

Spread the love

শবরীমালার ভিতরে দুই মহিলার প্রবেশের বিরুদ্ধে কেরল জুড়ে চলেছে প্রতিবাদ।বৃহস্পতিবার বিক্ষোভের দাপটে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় রাজ্যের অধিকাংশ শহরে। এখনও পর্যন্ত ৭৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে বিক্ষোভ মিছিলে চলেছে লড়াই। যার জেরে মৃত্যুও হয়েছে একজনের, আহত বহু। পরিস্থিতি সামাল দিতে গিয়ে দিশেহারা হয়ে পড়ে কেরল পুলিশ।

বৃহস্পতিবার সকাল থেকে শবরীমালা কর্ম সমিতির ডাকা বন্‌ধ শুরু হয়। সারাদিন কেরলের বিভিন্ন শহরে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। মূলত শবরীমালা কর্ম  সমিতি বিজেপির প্রচ্ছন্ন সমর্থনে চলা সংগঠন। বুধবার শবরীমালার অন্দরে দুই মহিলার প্রবেশের বিরুদ্ধে সবচেয়ে তীব্র প্রতিবাদ এই সংগঠনই করে। রাতারাতি বদলে যায় পরিস্থিতি। প্রথমে শবরীমালার সামনে, তারপর কেরলের বিভিন্ন শহর জুড়ে চলে বাইক বাহিনীর দাপট। নিমেষে যা রাজনৈতি সংঘর্ষের রূপ নেয়। কারণ, একদিকে এই বন্‌ধকে সমর্থন করছে বিজেপি, অন্যদিকে কংগ্রেস দিন টিকে ব্ল্যাক ডে বলে মন্তব্য করে। এর ফলে দুই রজনৈতিক দলের কর্মীরাই লড়াইয়ে নামে। বাইক  বাহিনীর দাপটে প্রায় তিরিশ জন পুলিশ  কর্মী আহত হয়েছেন। বিক্ষোভের আঁচ শুক্রবার পর্যন্ত থাকবে বলে জানা যাচ্ছে।

যদিও রাজ্যবাসীকে ভয় পেতে মানা করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*