শবরীমালা মন্দিরের চারপাশে ব্যাপক উত্তেজনা রয়েছে শনিবারও। ৫০ এর কমবয়সী কোনও মহিলা যাতে ঢুকতে না পারেন সেজন্য চলছে পাহারা। এদিন সকালে তামিলনাড়ুর এক মহিলাকে ৫০ এর কম বয়সী বলে আটকে দেওয়া হয়েছিল। তিনি বয়সের প্রমাণপত্র দেখিয়ে তবে ঢুকতে পেরেছেন।
সেই মহিলার নাম লতা। তিনি ত্রিচির বাসিন্দা। শনিবার যখন মন্দিরে ঢুকতে যাচ্ছেন, আচমকাই একদল বিক্ষোভকারী তাদের রাস্তা আটকে দেয়। লতা বাধ্য হয়ে বয়সের প্রমাণপত্র দেখান। তখন বিক্ষোভকারীরা তাঁকে ঢুকতে দেয়। পরে লতা বলেন, এই নিয়ে তিনি দুবার শবরীমালা মন্দির দর্শনে এলেন।
এদিন মন্দিরের নীচে বেস ক্যাম্পের কাছে কয়েকশ পুলিশকর্মী দাঁড়িয়ে আছেন। রয়েছে সমান সংখ্যক বিক্ষোভকারীও। তবে এদিন ৫০ এর কমবয়সী কোনও মহিলা মন্দিরে ঢুকতে চেষ্টা করেছেন বলে জানা যায়নি।
শুক্রবার দুজন ৫০-এর কমবয়সী মহিলা প্রায় পৌঁছে গিয়েছিলেন মন্দিরের দোরগোড়ায়। শেষকালে বাধা পেয়ে তাঁদের ফিরে আসতে হয়। তার আগেও অনেক জায়গায় মন্দিরগামী বাস থেকে মহিলাদের নামিয়ে দেওয়া হয়েছে। তাঁদের উদ্দেশ্যে ইটপাটকেল ছোঁড়া হয়েছে। সেজন্য কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ।
Be the first to comment