মঙ্গলবার বিজেপির ভার্চুয়াল সভায় দিল্লির সভামঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়লেন মোদীর সেনাপতি অমিত শাহ। তিনি সরাসরি অভিযোগ করেন, বাংলার মানুষ ‘আয়ুষ্মান ভারত’ যোজনার সুবিধা পান না।
মমতা বন্দোপাধ্যায়কে সরাসরি অমিত শাহ প্রশ্ন করেন, ” মমতা জি, বাংলার মানুষের কি ফ্রি ও উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার অধিকার নেই? আয়ুষ্মান ভারতের কি এখানে অনুমতি নেই?
পাশপাশি মুখ্যমন্ত্রীকে অমিত শাহ বলেন, ‘মমতা জি গরিবদের অধিকার নিয়ে রাজনীতি করা বন্ধ করুন। আপনি অনেক কিছু নিয়ে রাজনীতি করতে পারেন, কিন্তু দরিরদ্রদের স্বাস্থ্য নিয়ে রাজনীতি কেন?” অমিত শাহ বলেন, ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলায় নিহত হয়েছেন প্রায় ১০০ জন বিজেপি কর্মী। নিজের বক্তব্যের শুরুতেই তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অমিত শাহ।
তিনি নিহত কর্মীদের পরিবারের উদ্দেশ্যে বলেন, এই কর্মীদের আত্মবলিদান ব্যর্থ হবে না। বাংলায় পরিবর্তনের ডাক অমিত শাহ বলেন, বাংলায় পরিবর্তনের সময় এই কর্মীদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
এছাড়াও তিন তালাক, কাশ্মীর প্রসঙ্গ, সিটিজেন আমার্টমেন্ট বিল নিয়ে প্রধানমন্ত্রী মোদীর একাধিকবার প্রশংসা করেন অমিত শাহ। পাশাপাশি মমতা ব্যানার্জীর ‘করোনা স্পেশ্যাল’ মন্তব্যেরও সরাসরি তীব্র বিরোধ করেন অমিত শাহ। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্যে তিনি অত্যন্ত বিস্মিত।
অমিত শাহের বক্তব্যের আগে ওই ভার্চুয়াল সভায় কলকাতা থেকে বক্তব্য রাখেন, মমতার প্রাক্তন যোদ্ধা ও বর্তমান বিজেপি নেতা মুকুল রায়। প্রধানমন্ত্রীর নোট বন্দি থেকে শুরু করে, সফল বিদেশ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন তিনি।
Be the first to comment