কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ৷ মঙ্গলবার সকালে এই বৈঠক শুরু হয়েছে নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে ৷ এই বৈঠকের জন্য গতকাল, সোমবার রাতেই দিল্লি উড়ে যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
এদিকে, কলকাতায় এদিন শুরু হয়েছে বিজেপির রাজ্য কমিটির বৈঠক ৷ মূলত, বিধানসভা ভোটে হারের পর্যালোচনা হবে ওই বৈঠকে ৷ বৈঠক বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হওয়ার কথা ছিল ৷ কিন্তু দিল্লি থেকে তলব আসায় নন্দীগ্রামের বিধায়ক এই বৈঠকে থাকতে পারলেন না ৷
কিন্তু হঠাৎ কেন শুভেন্দুকে ডেকে পাঠালেন অমিত শাহ, এই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে ৷ কারও কারও মতে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা হবে গেরুয়া শিবিরের এই দুই নেতার মধ্যে ৷ আবার কারও কারও মতে বিজেপির সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে ৷
Be the first to comment