বুধবার দুপুরে লালবাজারে গেলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। এদিন কলকাতা পুলিশকে শামি জানান, তাঁর বিরুদ্ধে আনা হাসিনের সমস্ত অভিযোগ মিথ্যা। জানা গিয়েছে, এদিন মহম্মদ শামি ও তার ভাইকে জিজ্ঞাসাবাদ করেন কলকাতা পুলিশের উইমেন গ্রিভেন্স সেলের গোয়েন্দারা। ডিসি ডিডি টু নীলু শেরপা চক্রবর্তীর নেতৃত্বে জিজ্ঞাসাবাদ করা হয়। উল্লেখ্য, শামির স্ত্রী হাসিনকে জিজ্ঞাসাবাদের সময় তিনি পুলিশকে যেসব তথ্য দিয়েছিলেন তার ভিত্তিতেই শামিকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুরো বয়ান রেকর্ড করা হয়েছে বলে সুত্র মারফত জানা গিয়েছে।
তবে এখানেই শেষ নয় জানা গিয়েছে, আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে এই পেসারকে। জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান প্রবীন ত্রিপাঠির সাথে দেখাও করেন তিনি। তিনিও তাকে জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানা গিয়েছে। এরপর কলকাতা পুলিশ কমিশনারের ঘরেও যান মহম্মদ শামি। পাশাপাশি, শামি ও তার দাদাকে এদিন মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় সম্পূর্ণ সহযোগীতা করছেন শামি।
উল্লেখ্য, গত মঙ্গলবার মহম্মদ শামিকে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে ডেকে পাঠায় কলকাতা পুলিশ। সেই মতোই বুধবার দুপুরে লালবাজারে হাজির হন শামি। সঙ্গে ছিলেন তাঁর দাদাও। জানা গিয়েছে, কলকাতা পুলিশকে তদন্তে পূর্ণ সহযোগীতার আশ্বাস দিয়েছেন মহম্মদ শামি।
Be the first to comment