বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বিজয় শংকর, দলে যোগ দিচ্ছেন ময়াঙ্ক আগরওয়াল

Spread the love

বিশ্বকাপের মাঝেই ভারতীয় শিবিরে ফের ধাক্কা। চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বিজয় শংকর ৷ শিখর ধাওয়ানের পর ইংল্যান্ড থেকে দেশে ফেরার বিমান ধরছেন টিম ইন্ডিয়ার বছর আঠাশের এই অল-রাউন্ডার ৷ বিজয়ের পরিবর্তে সম্ভবত ইংল্যান্ডে ভারতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন ময়াঙ্ক আগরওয়াল ৷ জানা গিয়েছে, বিজয় আবার পায়ের আঙুলে চোট পেয়েছে ৷ সুতরাং বিশ্বকাপে আর খেলা সম্ভব নয় ৷ তাই ও দেশে ফিরছে ৷ বিজয়ের পরিবর্ত হিসেবে সম্ভবত টিম ম্যানেজমেন্ট ময়াঙ্ক আগরওয়ালকে দলে নেওয়া হচ্ছে। চলতি বছর অস্ট্রেলিয়া সফরে টেস্ট অভিষেক হলেও এখনও পর্যন্ত দেশের হয়ে কোনও ওয়ান ডে ম্যাচ খেলেননি ময়াঙ্ক ৷

জানা যাচ্ছে টিম ম্যানেজমেন্ট সম্ভবত ওপেনার হিসেবে ময়াঙ্ক আগরওয়ালকে দলে নিচ্ছে ৷ চোটের জন্য রবিবার এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি বিজয় ৷ তাঁর পরিবর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে একাদশে ঢোকেন পন্থ ৷ চার নম্বরে ব্যাটিং করে ২৯ বলে চারটি বাউন্ডারি-সহ ৩২ রান করে আউট হন দিল্লির এই উইকেটকিপার ব্যাটসম্যান ৷

উল্লেখ্য, অস্ট্রেলিয়া ম্যাচে বাঁ-হাতের আঙুলে চোট পেয়ে বিশ্বকাপ থেকে আগেই ছিটকে যান ধাওয়ান ৷ টিম ইন্ডিয়ার বাঁ-হাতি ওপেনারের পরিবর্তে পাকিস্তান ম্যাচে একাদশে জায়গা করে নেন বিজয় ৷ বিশ্বকাপের অভিষেকেই প্রথম বলেই উইকেট তুলে নিয়ে নজিরও গড়েন ভারতের অল-রাউন্ডার ৷ পাকিস্তান ম্যাচে মাত্র ২২ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন বিজয় ৷ কিন্তু প্র্যাকটিসে জসপ্রীত বুমরাহের বলে পায়ের আঙুলে চোট পেয়েছিলেন তিনি ৷ তারপরও আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ খেলেন ৷ কিন্তু বল করেননি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*