কৈলাস বিজয়বর্গীয়র হাত ধরে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন সিপিএম নেতা শঙ্কর ঘোষ

Spread the love

জল্পনা ছিলই। আর সেই মতোই শুক্রবার কৈলাস বিজয়বর্গীর হাত ধরে পদ্ম শিবিরে যোগ দিলেন উত্তরবঙ্গের সিপিএম নেতা শঙ্কর ঘোষ। যদিও শিলিগুড়ির বাম নেতাদের একাংশের দাবি, আগেই বহিষ্কার করা হয়েছে শঙ্করকে।

প্রায় তিন দশক ধরে  বাম রাজনীতির সঙ্গে জড়িত শঙ্কর ঘোষ। কিন্তু দলে থেকে কাজ করতে পারছিলেন না বলে সম্প্রতি অভিযোগ করেন তিনি। আইএসএফের সঙ্গে জোট নিয়েও আপত্তি করেছিলেন শঙ্কর। তাতেই দলের সঙ্গে তাঁর সম্পর্কের ফাটল প্রকাশ্যে এসে যায়। প্রাক্তন CPM নেতার অভিযোগ, দলে চলছে এক নায়কতন্ত্র।  

শুক্রবার বিজেপি নেতা  কৈলাস বিজয়বর্গীয়, দার্জিলিং জেলার সাংসদ রাজু সিং বিস্ত সহ শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রবীন আগরওয়ালের উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। যদিও এবার তাঁকে প্রার্থী করা হবে কিনা কিংবা কোন বিধানসভা থেকে তিনি লড়বেন তা এখনও স্পষ্ট নয়।

দলের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে শঙ্কর জানান , বাম দলে ছাত্র যুবদের তিল তিল করে শেষ করে দেওয়া হচ্ছে। নীতি আদর্শের কারণে আমরা সে কথা কখনোই বাইরে প্রকাশ করতাম না। একজনের উপর নির্ভর দল। আমার টিকিটের প্রয়োজন ছিল না। কিন্তু দম বন্ধ হয়ে আসছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*