সমাহিত করা হল প্রয়াত শঙ্করাচার্য জয়েন্দ্র সরস্বতীর দেহ

Spread the love

ছবি সৌজন্যে- এএনআই

সমাহিত করা হল প্রয়াত শঙ্করাচা‌র্য জয়েন্দ্র সরস্বতীর পার্থিব দেহ। মঙ্গলবার সমাধিলাভ করেছিলেন কাঞ্চি মঠের ৬৯তম শঙ্করাচা‌র্য। সমাধিলাভকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বুধবার বৈদিক প্রথা মেনে মঠের বৃন্দাবন উদ্যানে সমাহিত করা হয় প্রয়াত শঙ্করাচা‌র্যকে। বৃহস্পতিবার, সকাল থেকে শুরু হয় সমাহিত করার প্রক্রিয়া। মঠের ভিতরেই ৭ ফুট মাপের বর্গাকৃতি বিবরে সমাহিত করা হয় তাঁকে। এর পর ওষোধি গুল্ম, লবন ও বালি দিয়ে পূর্ণ করা হয় সেটিকে। এদিন সকাল ৭.৪৫ মিনিট থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলে সমাহিত করার পর্ব। হাজির ছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল বনবারিলাল পুরোহিত।

শনিবার সকালে সমাধিলাভের পর থেকে জয়েন্দ্র সরস্বতীর দেহ রাখা ছিল সাধারণের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য। সারা দিন সেখানে হাজির হন হাজার হাজার ভক্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*