
রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন মুম্বাই থেকে কলকাতা ফিরছিলেন। এয়ার ইন্ডিয়া ফ্লাইটে তিনি যখন ফিরছিলেন তখন তাকে বোর্ডিং পাস দেওয়া হয়, কিন্তু ফ্লাইটে উঠে তিনি দেখেন ওই একই নাম্বারে অন্য প্যাসেঞ্জার বসে আছেন। তিনি বাধ্য হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসেন।
বিমানে একই সিটের বোর্ডিং পাস ২ জনকে দেওয়ার অভিযোগ। বোর্ডিং পাস থাকা সত্ত্বেও বসার জায়গা না পাওয়ার অভিযোগ তিনি সাংবাদিকদের জানান। এই চরম অব্যবস্থায় অসামরিক বিমান পরিবহন দপ্তর এবং এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে চিঠি লিখেছেন শান্তনু সেন।
Be the first to comment