জরুরি ভিত্তিতে ঠাকুরবাড়িতে মহাসংঘের সদস্যদের নিয়ে বৈঠকে শান্তনু ঠাকুর

Spread the love

বিজেপির বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে বৈঠকের পর এবার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্যদের নিয়ে বৈঠকে বসলেন শান্তনু ঠাকুর। রাজ্যের বিভিন্ন প্রান্তের মতুয়া সদস্যদের নিয়ে রবিবার দুপুরে বৈঠক শুরু হয়। তবে আজকের এই বৈঠক নিয়ে মুখ খোলেননি কেউ ৷ মতুয়া সূত্রে জানা গিয়েছে, জরুরি ভিত্তিতে ডাকা হয়েছে এই বৈঠক।

কলকাতা পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে গতকালই বৈঠকে বসেছিলেন বিজেপির বিক্ষুব্ধ নেতারা ৷ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে ওই বৈঠক শেষে আলাদা মঞ্চ গড়ার খসড়া তৈরি হয়েছে বলে জানা গিয়েছে ৷ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব বিক্ষুব্ধ নেতাদের দাবি না মেনে নিলে শ্যমাপ্রসাদ মুখোপাধ্যায় ও পিআর ঠাকুরের নামে আত্মপ্রকাশ করবে ওই মঞ্চ ৷ শনিবারের বৈঠকের পর আজ মতুয়া মহাসংঘের সদস্যদের নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর এই জরুরি বৈঠক নিয়ে আলোচনা শুরু হয়েছে ৷

বিজেপির নয়া রাজ্য কমিটি গঠিত হতেই গেরুয়া শিবিরের অন্দরে শুরু হয়েছে বিদ্রোহ ৷ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির জেলা কমিটি ঘোষণা করতেই হোয়্যাটসঅ্যাপ গ্রুপ ছাড়েন পাঁচ মতুয়া অধ্যুষিত এলাকার বিধায়ক ৷ তালিকায় রয়েছেন, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। এরপর নতুন বছরের শুরুর দিকে একই পদ্ধতি অনুসরণ করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ৷

একুশের বিধানসভা ভোটের আগে কেন্দ্রের নেতা মন্ত্রীরা এরাজ্যে এসে নাগরিকত্ব আইন কার্যকর করা নিয়ে আশ্বাস দিয়ে গিয়েছিলেন ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখেও সেই আশ্বাস শোনা গিয়েছিল ৷ নির্বাচনে আশাতীত ফল না পাওয়ায় সেই বিষয়ে আর রা কাড়েনি বিজেপি ৷ সিএএ চালু করতে গিয়ে অসমের পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকেছিল তা সবাই জানে ৷ তার উপর পাঁচ রাজ্যের বিধানসভা ভোট আসন্ন ৷ এই পরিস্থিতিতে মতুয়াদের দাবি মতো নাগরিকত্ব আইন চালু হওয়া কার্যত অসম্ভব বলেই মনে হচ্ছে ৷

সিএএ নিয়ে পদক্ষেপ না করায় বিজেপির উপর দৃশ্যতই ক্ষুব্ধ শান্তনু ঠাকুরের অনুগামী বিধায়ক ও মতুয়ারা ৷ শান্তনু ঠাকুরদের হোয়্যাটসঅ্যাপ গ্রুপ ছাড়ার অন্যতম কারণ ৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই আইন কার্যকর করতে না পারলে ভোটে মতুয়াদের নিয়ে বিপাকে পড়তে হতে পারে বিজেপিকে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*