গতকালই আবীরে রাঙিয়েছেন দূরদূরান্ত থেকে শান্তিনিকেতনে আসা আপামর বাঙালী। তবে আবীর মেখেই যে ফিরে যাওয়া তা নয়। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মানসলোকে এসে একদিনে কি আর ফিরে যাওয়া যায়। না হয়তো যায় না তা পরিস্কার হলো শুক্রবারের শান্তিনিকেতনের ছবিটা দেখে। রবীন্দ্রভারতী ক্যাম্পাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কিংবা পুনশ্চ সব জায়গায় পর্যটকদের ভীড়। কচিকাচা থেকে শুরু করে যুগল কিংবা মাঝবয়সী, সবাই ভীড় করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত রবীন্দ্রভবনে। আর সেখানেই নিজেকে ক্যামেরা বন্দী করে রাখতে সেলফির ঢল। শুধু তাই নয় কোপাই নদীর ধার থেকে শুরু করে খোয়াই সব জায়গায় বাউলের গানের সঙ্গে মেতে ওঠা। সেই ছবি ধরা পড়েছে আমাদের রোজদিনের ক্যামেরায়। দেখে নেওয়া যাক আজকের শান্তিনিকেতনের কিছু ছবি ও ভিডিও।
রিপোর্টার – রফিকুল জামাদার
Be the first to comment